পুলিশের ৮০৩ জন উপপরিদর্শক (এসআই) ও ৬১ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগে ‘চরম জোচ্চুরি’ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ৮০৩ জন সাব–ইন্সপেক্টরের মধ্যে ২০০ জন হলো গোপালগঞ্জের লোক। তাঁদের সবারই শেখ হাসিনার আমলে নিয়োগ হয়েছে।’
রাজধানীর উত্তরায় আজ মঙ্গলবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, কয়দিন পরেই ‘পাসিং আউট’ হবে পুলিশের। এর মধ্যে ৮০৩ জন সাব–ইন্সপেক্টর ছাড়াও এএসপি আছেন ৬১ বা ৬৩ জন