চবি প্রতিনিধি শামীম হোসাইন
পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে “সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)” ৫ম বারের মতো আযোজন করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক প্রতিযোগিতা “এসসিএলএস ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫”। দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ জুলাই।
মঙ্গলবার( ৮ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(চবিসাস) কার্যালয়ে সংগঠনটির সভাপতি মো: তাফহীমুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।আরও উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারপারসন তাফহিম উল ইসলাম,সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।
এ সময় বক্তরা জানান,দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় হতে ৪০টি টিম। প্রতিযোগিতাটি ৫টি ধাপে অনুষ্ঠিত হবে,ধাপগুলো হলো পিক্টোরিয়াল প্লী রাউন্ড,রেবেলিয়াস স্পিরিট রাউন্ড,ক্রিটিক্যাল আই রাউন্ড,রিফর্ম এসেম্বলি রাউন্ড,সিম্পোজিয়াম রাউন্ড।প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা পরিবেশ ও ন্যায়বিচার বিষয়ক আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।
এবারের এসসিএলএস ল অলিম্পিয়াড ২০২৫ এর প্রধান লক্ষ্য তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একইসঙ্গে আইনি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত থাকবেন মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোঃ আসাদুজ্জামান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব মো. আহসানুল করিম।সেই সাথে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় বিচারপতি,হাইকোর্ট বিভাগ, জনাব সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন।
উল্লেখ্য,সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) একটি শিক্ষার্থীদের পরিচালিত স্বতন্ত্র সংগঠন, যা ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির পরামর্শক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. রাকিবা নবি, দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই আইনের সমালোচনামূলক বিশ্লেষণ, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার এবং পরিবেশগত ন্যায়বিচারের মতো বিষয় নিয়ে কাজ করছে। এসসিএলএস আইন শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণ, গবেষণা, বিতর্ক ও নীতিগত চিন্তাভাবনায় দক্ষ করে তুলতে নিয়মিতভাবে কর্মশালা, সেমিনার, জার্নাল প্রকাশনা, মট কোর্ট কম্পিটিশন, আইন অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা এবং নানা ধরণের একাডেমিক কার্যক্রম আযোজন করে থাকে।