চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির বাসিন্দা।
গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের পাশে মেথরপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে রেলস্টেশনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ‘রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পরিকল্পনা করলেও আমরা খবর পেয়ে এর আগেই তাঁকে গ্রেপ্তার করি। চন্দনকে এখন চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।’
পুলিশ আরও জানায়, আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাস কিরিচ হাতে আইনজীবী সাইফুল ইসলামকে আঘাত করেছিলেন। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।