ফয়সাল বিন মামুন — স্বাধীন কণ্ঠ টিভি
২১শে জুলাই সোমবার চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর হালিমা খাতুন।
কোর্স কো-অর্ডিনেটর ও বিভাগের প্রভাষক জনাব মো. আবু তাহের স্বাগত বক্তব্য ও মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি বিভাগীয় কার্যক্রম, শিক্ষক ও কর্মচারীদের পরিচিতি, শিক্ষাক্রম, পাঠদান, গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি, এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ জীবনের গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং অধ্যয়ন ও মূল্যবোধে দৃঢ় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর তানিয়া শফি এবং সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার মালেক মজুমদার। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ইতিহাস চর্চায় অনুসন্ধানী ও বিশ্লেষণী মনোভাব নিয়ে অগ্রসর হওয়ার পরামর্শ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জনাব নাহিদ ফাতেমা, জনাব সিরাজ উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক জনাবা ফারহানা হোসেন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ইতিহাসপ্রিয় নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এই আয়োজন বিভাগের সাংগঠনিক ও শিক্ষাগত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমনটাই প্রত্যাশা বিভাগের শিক্ষকমণ্ডলীর।