ভুবনেশ্বরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পর্যটক নিহত, ১৫ জন গুরুতর আহত
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার (৬ এপ্রিল) সকালে উত্তরচক এলাকায়, যখন ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক নিয়ে বাসটি পুরির উদ্দেশে যাত্রা করছিল।
জানা যায়, দুর্ঘটনার শিকার যাত্রীরা সবাই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে ওড়িশায় গিয়েছিলেন। তারা কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন শেষে পুরির পথে রওনা দেন। কিন্তু উত্তরচকের কাছে পৌঁছানোর পর হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের তাৎক্ষণিকভাবে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবি: সংগৃহীত
নিহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের গাফিলতি অথবা ব্রেকফেল হয়ে থাকতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, বাসের অধিকাংশ যাত্রী বাংলাদেশি ছিলেন এবং তারা ধর্মীয় ভ্রমণে বেরিয়েছিলেন।