নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বায়েজিদ থানা এলাকার ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল নেতা শাহীনের নেতৃত্বে বায়েজিদ এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েক শতাধিক ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি টেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভে অংশ নেয়া ছাত্র জনতা ওসি আরিফুর রহমানের অপসারণের দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রিয়াজ বলেন, ৫ আগষ্ট গন অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেলেও দেশে এখনো তার পেতাত্বারা রয়ে গেছে, তার উদাহরণ এই ওসি আরিফুর রহমান। তিনি আওয়ামী দালালদের আশ্রয় প্রশ্রয়ে জাতীয়তাবাদি ছাত্র দলের নেতাকর্মীদের এবং ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের কৌশলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে।
বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বিদ্ধ হওয়া ছাত্রদল নেতা শাহীন। তিনি বলেন, এই ওসি আরিফুর রহমান পূর্বের কর্মস্থল দেবিদ্বার এলাকায় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শেখ হাসিনার মিশন ৪১ সালকে সফলকরার কথাও বলেছেন যার ভিডিও আমাদের কাছে আছে। তাই আমরা এই বিতর্কিত ওসি আরিফুর রহমানকে অবিলম্বে বায়েজিদ থানা থেকে অপসারণের দাবি জানাচ্ছি। ছাত্রদল নেতা শাহীন আরো বলেন, ছাত্র আন্দোলনে গিয়ে আমি আর আমার ভাই গুলি বিদ্ধ হয়েছি। এরপরেও এই ওসি আওয়ামী লীগের ছত্র ছায়ায় আমাদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। পুলিশ কমিশনানের কাছে আমার দাবি আওয়ামী পন্থী এই ওসিকে প্রত্যাহার করা হোক। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন একাধিক ছাত্র জনতা।