গত ০৮/১২/২৪ খ্রি. ১৪.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক রোড নং-৭ থেকে জিআর নং-২৬/১৯৯৩, ধারা -৩৯৫/৩৯৭ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দারনগর এলাকার বাসিন্দা মোঃ নাছির প্রকাশ নাজিম উদ্দিন (৫৫)-কে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের একটি আভিযানিক টিম কর্তৃক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাঞ্ছারামপুরে ডাকাতি করার পর ৩১ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় ছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।