গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১০০ কোটি টাকা মূল্যের জমির মালিক হয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। একই সঙ্গে তাঁর ৪টি বাড়ি, ৬টি ফ্ল্যাট ও ২০টি বাস-ট্রাক কেনার তথ্য পেয়েছে দুদক। এ নিয়ে অনুসন্ধান করছে দুদক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানতে পেরেছে, আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বুধবার নিষেধাজ্ঞার আদেশ দেন।