রাজধানীর ২০টি স্থানে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। সুলভ মূল্যের এ কার্যক্রম আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
আজ বুধবার রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য ভবনের সামনে এ কর্মসূচি উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তা উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।