বাঁশখালীর শেখেরখীলে চাঁদাবাজির বিরোদ্ধে জনসাধারণের সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি পেশ
স্বাধীন কন্ঠ টিভি প্রতিনিধি: ফয়সাল বিন মামুন
বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় চাঁদাবাজি ও জেটিঘাট থেকে বিনা রশিদে অতিরিক্ত টাকা আদায় বন্ধসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। রবিবার (৩ আগস্ট) বিকেলে শেখেরখীল সরকার বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী, ছাত্র সমাজ, জেলে ও সাধারণ মানুষ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি কিছু অসাধু চক্র বেআইনিভাবে জেটিঘাট ও বাজারে চাঁদাবাজি করছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্ধারিত চার্জ ফি উপেক্ষা করে তারা ২০০, ৩০০, ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছে। চাঁদা না দিলে মাছবোঝাই ট্রাক আটকে দেওয়া এবং ঘাটে মাছ তুলতে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ তুলেন।
বক্তারা আরও জানান, সরকারিভাবে বাজারের জেটিঘাট থেকে মাছ তোলায় কোনো অতিরিক্ত চার্জের বিধান নেই। তবুও চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করায় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তাদের আনীত দাবী গুলো হল: চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্ধারিত চার্জ ফি ছাড়া অন্য কোনো টাকা আদায় বন্ধ করতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা সহ জেটিঘাট থেকে ৫০০ গজের বাইরে অতিরিক্ত টাকা আদায় নিষিদ্ধ করতে হবে।
এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- মাও এমরান বাচ্চু, হাফেজ আব্দুন নুর, জাহাঙ্গীর কোম্পানী, আব্দুল করিম কোম্পানী, কালু মাঝি, আবু তালেক, ওসমান গণি, ডা. মাহাবুব এলাহী, আয়াত উল্লাহ হুমায়ূন, আব্দুন নুর, শাকের উল্লাহ রিজভী, ইউনূস তামিম, রহমত উল্লাহ, আতিক উল্লাহ সহ ছাত্র সমাজ, শিক্ষক প্রতিনিধি, সরকার বাজারের স্থানীয় ব্যবসায়ী-মৎস্যজীবী ও সর্বস্তরের জনসাধারন