ভারতের জনপ্রিয় চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তুলে ধরেছেন তাঁর বড় ছেলে সালমান খানের সঙ্গে সম্পর্কের এক আবেগঘন অধ্যায়।
যদিও সেলিম খানের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তিনি সবসময় কঠোর শাসনের পক্ষে ছিলেন। এ কারণেই বড় ছেলে সালমানকেই সবচেয়ে বেশি শাসন করেছেন বলে জানিয়েছেন তিনি।
ছবি সংগৃহীত: ইন্ডিয়া টুডে
সেলিম খান বলেন, “সালমান একবার বলেছিল, তার স্বভাব আমার সঙ্গে মেলে। আমি তখন ওকে বলেছিলাম, এটা তোমার জন্য প্রশংসা হতে পারে, কিন্তু আমার জন্য নয়। আমি চাই না, তুমি আমার কোনো খারাপ অভ্যাস অনুসরণ করো।” এই মতপার্থক্য এতটাই গভীর ছিল যে, এক সময় ছয় মাস ধরে তাঁদের মধ্যে কোনো কথা হয়নি।
তিনি আরও জানান, “যখন ও কিছু করত যা আমার পছন্দ হতো না, আমি কথা বলা বন্ধ করে দিতাম। সালমান জানালার পাশ দিয়ে চুপচাপ চলে যেত। পরে এসে বলত, ‘দুঃখিত, আমি যা করেছি, তা ঠিক ছিল না।’ এমন অনেক ঘটনা রয়েছে আমাদের মধ্যে।”
ছবি সংগৃহীত: ইন্ডিয়া টুডে
সেলিম খান বিশ্বাস করেন, একজন বড় তারকা হওয়ার পাশাপাশি বড় মানুষ হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। তাঁর মতে, অনেকেই সাফল্যের শীর্ষে পৌঁছানোর পর এই মানবিক দিকটি উপেক্ষা করেন।
এদিকে সালমান খানের বর্তমান সময়টিও বেশ চ্যালেঞ্জিং। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া রাশমিকা মান্দানার সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারছে না।