আজ মঙ্গলবার রাতের মধ্যেই দেশের অন্তত ১২টি জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ছবিঃ সংগৃহীত
আবহাওয়া অফিস জানায়, রাত ১টার আগেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যেসব জেলা ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে: ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম।
সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে এবং প্রয়োজন হলে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।