০৪ ডিসেম্বর ২০২৪, চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মেট্রোপলিটন শুটিং ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ। সেমিনারে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জনাব নাজিবুল ইসলাম, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিস প্রধান জনাব মাধুরী ব্যানার্জী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা। এছাড়াও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কিশোর অপরাধ দমনে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা মনে করেন, এই শিশুদের সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সহায়ক হবে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “ছিন্নমূল শিশু-কিশোরদের সম্ভাব্য অপরাধী হিসেবে না দেখে, কীভাবে তাদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করা যায়, সে ব্যাপারে সবাইকে কাজ করতে হবে।” তিনি সমাজসেবা অধিদপ্তর, এনজিও, সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং পুলিশ কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ইউনিসেফের চট্টগ্রাম বিভাগের প্রধান মাধুরী ব্যানার্জী অভিভাবকদের প্রতি আহ্বান জানান, এমন কার্যকলাপ এড়িয়ে চলতে যা শিশুদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে। তিনি সতর্ক করে বলেন, “এমন পরিস্থিতি ছিন্নমূল শিশু-কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায়।”
সকাল ১১টায় শুরু হওয়া এই দিনব্যাপী সেমিনারে ছিন্নমূল শিশুদের পুনর্বাসন এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের উপকারী সদস্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।