ছবিঃ (সংগৃহীত)
চট্টগ্রাম নগরীর ইস্পাহানি মোড় এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণী। মঙ্গলবার রাত ৮টার দিকে শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কের মুখে দ্য অ্যাভিনিউ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, লালখান বাজারে একটি বাস থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তরুণীটি। ঠিক তখনই পেছন দিক থেকে আরেকটি বাস এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহতের নাম রিয়া মজুমদার (২৪) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সঙ্গে থাকা ব্যাগে একটি পরিচয়পত্র পাওয়া গেছে, যেখানে ‘গোল্ডস্যান্ডস’ নামের একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে কর্মরত বলে উল্লেখ রয়েছে। দুঃখজনকভাবে, পরিচয়পত্রটি রক্তে ভেজা অবস্থায় পাওয়া যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
ছবিঃ সড়ক দুর্ঘটনায় নিহত রিয়া মজুমদার এর আইডি কার্ড (সংগৃহীত)
দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ জানিয়েছে, নিহতের বিস্তারিত পরিচয় ও পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালককে শনাক্ত ও আটক করতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।