১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার, ১০ এপ্রিল। দেশের বিভিন্ন বোর্ডে পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল প্রায় ২৭ হাজার শিক্ষার্থী, যা অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়াও নানা অনিয়মের কারণে বহিষ্কার করা হয়েছে ২২ জন পরীক্ষার্থীকে।
ছবিঃ সংগৃহীত
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানায়, সারা দেশের ৩ হাজার ৭০৬টি কেন্দ্রে মোট ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রকৃতপক্ষে পরীক্ষায় অংশ নিয়েছে ১৭ লাখ ৮৫০ জন। বিভিন্ন বোর্ডে অনুপস্থিতির হার ভিন্ন হলেও সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৬২৩ জন।
বাকি বোর্ডগুলোর অনুপস্থিতির সংখ্যা যথাক্রমে:
ঢাকা বোর্ডে: ৩,৪৯৬ জন
কুমিল্লা বোর্ডে: ২,৫৫৩ জন
কারিগরি বোর্ডে: ২,৫৬৭ জন
যশোর বোর্ডে: ১,৮০০ জন
রাজশাহী বোর্ডে: ১,৬২২ জন
চট্টগ্রাম বোর্ডে: ১,১৭৩ জন
দিনাজপুর বোর্ডে: ১,৩৪১ জন
বরিশাল বোর্ডে: ১,০৩৩ জন
সিলেট বোর্ডে: ৮৭৮ জন
ময়মনসিংহ বোর্ডে: ৮৪২ জন
ছবিঃ সংগৃহীত
এদিকে, পরীক্ষায় নকলসহ বিভিন্ন অনৈতিক কাজের কারণে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে ১০ জন, মাদ্রাসা বোর্ড থেকে ১০ জন এবং কারিগরি বোর্ড থেকে ২ জনসহ মোট ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং কেন্দ্র পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অনুপস্থিতির এই উচ্চ হার এবং বহিষ্কারের ঘটনা শিক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ ও দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে।