ঈদুল ফিতরের আনন্দ শেষে আজ রবিবার থেকে পুনরায় চালু হচ্ছে দেশের সব সরকারি অফিস। নয় দিনব্যাপী ছুটি কাটিয়ে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোজার আগের সময়সূচিতেই শুরু হচ্ছে দাপ্তরিক কাজ।
ছুটি শুরুর আগে অসংখ্য মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পাড়ি জমিয়েছিলেন গ্রামের বাড়িতে। ফলে রাস্তাঘাট শহর কয়েকদিন ছিল ফাঁকা। তবে ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য গতকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাট, কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
গণপরিবহন সংকট ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় ফেরা যাত্রীদের মুখে ছিল ঈদের আনন্দের পাশাপাশি ভোগান্তির ছাপও। বিশেষ করে সদরঘাটে লঞ্চ থেকে নামা মানুষদের পড়তে হয়েছে বাড়তি ভোগান্তিতে।
সবকিছু মিলিয়ে দীর্ঘ ছুটির পর আজ থেকে দেশের প্রশাসন ও সরকারি কার্যক্রম ফের গতি পাচ্ছে।