টুর্নামেন্টের পোশাকি নাম সাফ নারী চ্যাম্পিয়নশিপ। নামটা পাল্টে ‘দক্ষিণ এশিয়ান নারী বিশ্বকাপ’ রাখলে বোধ হয় ভুল হবে না। এটিই যে সাফে নারীদের সবচেয়ে বড় টুর্নামেন্ট।
২০১০ সালে শুরু হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের ছয়টি ফাইনালে উঠে প্রতিবার রানার্সআপ হওয়ার বেদনায় পুড়তে হয়েছে নেপালকে। নেপালকে কাঁদিয়ে বরাবর হেসেছে ভারত। প্রথম পাঁচটি ফাইনালের সব কটিই জিতে ‘অপরাজেয়’ সেই ভারত ২০২২ সালে হোঁচট খেয়েছে। উঠতে পারেনি ফাইনালে। প্রথম ফাইনালে উঠেই স্বাগতিক নেপালকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পুরো দেশ মেতে উঠেছে উৎসবে। ঢাকার বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে বিজয়ী মেয়েদের সেই শোভাযাত্রার স্মৃতি এখনো অমলিন।
দুই বছর পর সেই কাঠমান্ডুতেই আরেকটি নারী সাফ চ্যাম্পিয়নের পর্দা উঠছে আজ। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।