৯০ শতাংশ কোভিড টিকা প্রদানের মাইলফলকে নিউ সাউথ ওয়েলস
Saturday, November 6, 2021

নিউ সাউথ ওয়েলস ৯০ শতাংশ ডবল ডোজ কোভিড টিকা দেওয়ার মাইলফলক প্রায় সম্পন্ন করে ফেলেছে। বর্তমানে ১৬ বছরের বেশি বয়সীদের ৮৯.৪ শতাংশ মানুষ সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত।

প্রাপ্ত বয়স্কদের ৯৩.৮ শতাংশ তাদের ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে।এমন সময় এই উপাত্ত সামনে এল যখন রাজ্যে কোভিড -১৯ এর ২৭১ টি নতুন কেইস এবং তিনটি মৃত্যুর কথা নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

নতুন সনাক্ত হওয়াদের মধ্যে ২৭০ জন স্থানীয়, আর একজন বিদেশ থেকে ফিরে আসা যাত্রী।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « গুরুতর অসুস্থ রওশন এরশাদকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ব্যাংকক।
- অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে প্রবাসী বাংলাদেশী নারীদের »