৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হিরো আলম
Monday, March 30, 2020

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন হিরো আলম। তার মতে, মানুষের পাশে থাকার জন্য এমপি হতে হয় না। যে কেউ যে কোনো সময় দাঁড়াতে পারে।
তিনদিন ধরে বগুড়ার নন্দীগ্রাম, কাহালু, শেরপুর এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তিনি। কোনো ধরনের অনুদান ছাড়াই নিজের টাকায় এ খাদ্য সামগ্রী কিনে বিতরণ করেছেন হিরো আলম।
- « অস্ট্রেলিয়ায় ছয় মাস পর্যন্ত ভাড়া বাসা থেকে উচ্ছেদে নিষেধাজ্ঞা
- অস্ট্রেলিয়ায় ফোর্থনাইটলি ১৫০০ ডলার সরকারী সহযোগীতা পাবেন চাকুরীজিবীরা »