২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল। নিরাপত্তা আশঙ্কায় কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সফরে যাবে না বলেও গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেটি গুজব প্রমাণিত হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের সব ক্রিকেটারকেই রাখা হয়েছে।
১৯৯৮-৯৯ মৌসুমে সবশেষ পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান সফর করতে যাওয়া অজিদের টেস্ট সিরিজ শুরু হবে ৪ মার্চ। দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার জশ হ্যাজলউড। তৃতীয় স্পিনার হিসেবে ডাক পেয়েছেন অ্যাশটন অ্যাগার। বাকি স্পিনাররা হলেন নাথান লায়ন ও মিচেল সোয়েপসন।

অ্যাশেজ জয়ী দল থেকে বড় কোনো চমক নেই এ দলে। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন মিচেল মার্শ। রিজার্ভ কিপার হিসেবে সফর করবেন জশ ইংলিস। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও হ্যাজলউডের সঙ্গে দলে পঞ্চম পেসার হিসেবে থাকবেন মাইকেল নেসার।
সফরে টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে অজিরা।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।
- « চকরিয়ায় ভ্যান চাপায় একই পরিবারের ৪ ভাই নিহত
- পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার নারীদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন »