[wpusb]
২৩জুলাই থেকে ১০ দিন যান চলাচল বন্ধ থাকবে চট্রগ্রামের কালুরঘাট ব্রীজে!
Saturday, July 11, 2020

কালুরঘাট ব্রিজের সংস্কার কজের জন্য আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১০দিন যান চলাচল বন্ধ থাকবে।
স্বাধীনকণ্ঠ টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।
তিনি বলেন, কালুরঘাটের ব্রিজের মেরামতের জন্য টেন্ডার হয়েছে। তাই ওই ১০ দিন কালুরঘাট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মেয়াদোত্তীর্ণ ৯০ বছর বয়সী এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দৈনিক প্রায় ১ লাখ লোক চলাচল করে। বোয়ালখালী ও পটিয়ার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ এই সেতুর ওপর সরাসরি নির্ভরশীল।
এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের গাড়িও এই সেতু দিয়ে বিভিন্ন সময় চলাচল করে। সেতুর পূর্ব পাড়ে বোয়ালখালী অংশে প্রায় ৫০টি কলকারখানা রয়েছে। সেতু নড়বড়ে হওয়ায় এসব কারখানা পণ্য পরিবহন করতে পারে না বললেন কারখানা মালিকরা।
- « রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত
- নামাজের জন্য খুলে দেয়া হচ্ছে আয়া সোফিয়া »