১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস।
Monday, August 31, 2020

মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়াই যাতায়াত করা যাবে,শতভাগ আসনে যাত্রী নেয়া গেলেও দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না,সেই সঙ্গে মানতে হবে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারসহ কিছু নির্দেশনা।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিজ্ঞপ্তিও জারি করেছে।
করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়।
তিন মাস বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর শনিবার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস-গণপরিবহন চলাচল করবে।
Categories:নিজস্ব প্রতিবেদক
Tags:
- « ঋতু বদলের সাথে সাথে মেলবোর্নের সৈকত গুলোতে পর্যটকদের ভীড়।
- অস্ট্রেলিয়ার পার্লামেন্ট অধিবেশনের শেষ সপ্তাহে প্রাধান্য পাবে জবকিপার-জবসিকার ইস্যুটি »