১৭ই সেপ্টেম্বর কুয়েতে সংসদ সদস্য পাপলুর বিচার শুরু।
Tuesday, September 15, 2020

বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপলুসহ আরও কয়েকজন গত ৬ই জুন কুয়েতে গ্রেপ্তার হয়।তাদের বিরুদ্ধে ঘুষ, অর্থপাচার, মানবপাচার এবং অবৈধ ভিসার লেনদেন করার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
এমপি পাপলু গ্রেপ্তার হওয়ার পর, গত ১৫ই জুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আল-কাবাস সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে।তাকে গ্রেপ্তারের পাশাপাশি বাংলাদেশি টাকায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা জব্দ করা হয়।
আগামী ১৭ই সেপ্টেম্বর এমপি পাপলুর চার অভিযোগে বিচার কার্যক্রম শুরু হচ্ছে।পাপলুর সাথে কুয়েতের আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।কুয়েতের সংবাদ মাধ্যম আরও প্রকাশ করে যে, বিচারের আওতায় সে দেশের দুজন আইন প্রণেতাও আছেন।
Tags: