১৩ই সেপ্টেম্বর থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু।

আগামীকাল ১৩ ই সেপ্টেম্বর রোজ রবিবার বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টিসিবি) ভ্রাম্যমান ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করবে।গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিi ওয়েবসাইটে টিসিবির পণ্য বিক্রয়ের বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, পেঁয়াজের সাথে মসুর ডাল,সয়াবিন তেল এবং চিনি ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।পেঁয়াজ একজনে দুই কেজি করে ক্রয় করতে পারবেন।
খোলাবাজারে ভ্রাম্যমান ২৭৫ টি ট্রাকে করে টিসিবি এসব পণ্য বিক্রি করবে বলে জানানো হয়।একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে ৫০টাকা দরে চিনি ও মসুর ডাল কিনতে পারবেন।এদিকে সয়াবিন তেলের দাম ৮০ টাকা ধরা হয়েছে যা ভোক্তা দু লিটার থেকে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত কিনতে পারবেন।পেঁয়াজের দাম ধরা হয়েছে ৩০ টাকা করে।যা ভোক্তাগন টিসিবির ভ্রাম্যমান ট্রাক থেকে সহজে ক্রয় করতে পারবেন।
বিভাগ, জেলা ও উপজেলা ভিত্তিক টিসিবির ভ্রাম্যমান ট্রাক বরাদ্ধ করা হয়েছে।যা সপ্তাহের শুক্র ও শনিবার বাদে ১ লা অক্টোবর পর্যন্ত প্রতিদিন পণ্য বিক্রি করা হবে।
- « প্রাক্তন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার জন ফাহির ৭৫ বছর বয়সে মারা গেছেন।
- স্বাস্থ্য অধিদপ্তরঃদেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮২। »