১লা ডিসেম্বর থেকে বৃহত্তর সিডনির বাসিন্দাদের জন্য বর্ডার খুলে দিচ্ছে কুইন্সল্যান্ড
Thursday, November 26, 2020

আগামী ১লা ডিসেম্বের থেকে বৃহত্তর সিডনির বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হচ্ছে করোনাভাইরাসের কারনে বন্ধ রাখা কুইনসল্যান্ড সীমান্ত।

নিউ সাউথ ওয়েলস থেকে আগত দর্শনার্থীদের কুইন্সল্যান্ডে প্রবেশের পরে আর ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে থাকার প্রয়োজন হবে না।

কুইন্সল্যান্ডের চিফ হেলথ অফিসার ড. জ্যানেট ইয়ংয়ের সাথে বৈঠক শেষে প্রিমিয়ার আন্নাস্টেসিয়া প্যালাস্কজুক এই ঘোষণা করেন।

Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « আবারও বিশ্বে নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে আমেরিকাকে: জো বাইডেন।
- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা আলী যাকের আর নেই। »