হয় ৫০০ টাকা জরিমানা দিন,না হয় মাস্ক পরুন।
Thursday, November 19, 2020

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এভাবেই জনসাধারণকে অনুরোধ ও সতর্কবার্তা দেয়া হয়ছে। হাটে মাস্ক পরে আসুন, না হয় জরিমানা দেয়ার জন্য ৫০০টাকা পকেটে রাখুন।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’- নীতি নিয়েছে। এ ব্যাপারে জনসাধারণকে বিভিন্ন ভাবে সচেতন করা হচ্ছে। ফেসবুকেও একটা বড় মাধ্যম।
আজ বৃহস্পতিবার সাটুরিয়ায় হাট বার। মুলত হাটে আগতদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাস দেয়া হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কথা মনে করিয়ে স্ট্যাটাসে বলা হয়েছে- ‘মাস্ক পরবেন নাকি জরিমানা গুনবেন’।
স্ট্যাটাসে আরো বলা হয়েছে আগে যারা মাস্ক ব্যবহার করতো না তাদের বিনামুল্যে মাস্ক দেয়া হতো। এখন যারা মাস্ক পরে আসবে কেবল তাদেরই বরং ফ্রি মাস্ক দেয়া হবে।
Tags:
- « নিউজিল্যান্ডে নারী পুলিশ সদস্যদের হিজাব পরার অনুমতি দিল সরকার।
- মর্গে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না,৭ তরুণীর মৃতদেহে একই ব্যাক্তির শুক্রাণু। »