একদল মানবিক তরুনদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দ্যোগ।
Thursday, December 17, 2020

একদল স্বপ্নবাজ মানবিক তরুণদের ফেইসবুক গ্রুপ Next generation of Chittagong. এই গ্রুপের উদ্দেশ্যে হল মানব সেবা করা। দেশ ও দশের সেবার উদ্দেশ্যে গঠিত
এই গ্রুপের সদস্যরা বিজয়ের মাস ডিসেম্বরে শীতার্ত ছিন্নমূল মানুষদের জন্য শীতের কাপড় দেওয়ার উদ্দ্যোগ গ্রহণ করে।
গ্রুপের এই উদ্দ্যোগে ২দিন ব্যাপি চট্রগ্রামের রাউজান থেকে শুরু করে বহদ্দারহাট, জি ই সি, চকবাজার, প্রবর্তকসহ শহরের বিভিন্ন জায়গায় প্রায় ৪০০ জন মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয়।এই উদ্দ্যোগে গ্রুপের অনেক মেম্বাররা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই গ্রুপের এডমিন মডারেটর তারেক শাহ,ওয়াহেদ ইসলাম, রাহাত চৌধুরি,শাহরিয়ার,জুনাইদ সহ আরো অনেকে রাত ১০টার পর শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের শ্রম দিয়ে এই উদ্দেগ সম্পন্ন করেন।
Categories:অর্থনীতি
Tags:
- « কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের কাছে অস্ট্রেলিয়া যুবলীগের ২৫,০০০ হাজার ফেসমাস্ক হস্তান্তর।
- অস্ট্রেলিয়ার Macquaire University’র প্রফেসর এমেরিটাস হলেন অধ্যাপক রফিকুল ইসলাম। »