‘হালদা বেড়িবাঁধের উপর ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

সালাউদ্দীন মুন্না, হাটহাজারী (চট্টগ্রাম) ।। হাটহাজারীর গুমান মর্দ্দন ইউনিয়নের ধুরুমের মুখ ৪নং ওয়ার্ড এলাকাবাসীর অন্যতম চলাচলের প্রধান রাস্তার উপর তৈরী হয়েছিল হালদা বেড়িবাঁধ। রাস্তার উপর বৈদ্যুতিক লাইনের খুঁটিগুলো আগে থেকে ছিল। বেড়িবাঁধ তৈরি করা হলে রাস্তাটি খুঁটির উচ্চতার সীমা কাছাকাছি চলে আসে। নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর কথা থাকলেও, এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। মিনা গাজী চৌধুরী বাড়ী (৫নং ওয়ার্ড) থেকে শুরু করে ধুরুমের মুখ, হাছি গোমস্তার বাড়ী, মাওলানা নাদেরুজ্জামানের, হাজীর বাড়ী প্রবেশ চলাচল পথ হালদা বেড়িবাঁধ। প্রতিদিন এ রাস্তা দিয়ে গুমান মর্দ্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুমান মর্দ্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, গুমান মর্দ্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা, কাটিরহাট কলেজ, হাটহাজারী কলেজ শিক্ষার্থীসহ পেশকারহাট-সরকারহাট বাজারের উদ্দশ্যে নিয়মিত গাড়ী চলাচল করে। একটু ঝড়োহাওয়া হলে বৈদ্যুতিক তার গুলো নিচে নেমে আসে এবং একটির সাথে একটি আঘাত লেগে অগ্নি বিস্ফোরণ সৃষ্টি হয়। যে কোনো মুহুর্তে নিহতের ঘটনা ঘটতে পারে। ১৪-০৩-২০২০ ইং