হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবি।
Wednesday, August 5, 2020

নেত্রকোনার মদন উপজেলার হাওরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঈদের আনন্দ ভ্রমণে নেত্রকোনার হাওরে নৌকাডুবিতে কওমী মাদরাসার ১৭ জন শিক্ষক, ছাত্র, হাফেজ আলেম শহীদ হয়েছেন।মোট ৪৮ জন ওই ট্রলারে করে হাওরে ভ্রমণে বেরিয়েছিলেন। দুপুরে গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে সেটি ডুবে যায়।
ট্রলারডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে আরো ১৫ জনের লাশ উদ্ধার করেন। মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যে সময় ট্রলারটি ডুবেছে, তখন আবহাওয়া খারাপ ছিল না। ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags:
- « ওসিসহ ৯ জনকে আসামি করে মামলা,সিনহা নিহতের ঘটনায়।
- সিনহা হত্যাই প্রদীপসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। »