স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলে পুরস্কার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Monday, April 13, 2020

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে অঘোষিত লকডাউন রাজশাহী। বন্ধ রয়েছে গণপরিবহন। কিন্তু তবুও বাইরের জেলা থেকে গ্রামে ফিরে আসছেন অনেকে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে যেতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ ঘোষণা দেন।

রোববার (১২ এপ্রিল) দিনগত রাতে ফেসবুকে নিজের টাইম লাইনে একটি স্ট্যাটাস দিয়ে এমন ঘোষণা দেন তিনি। এর আগে বিকেলে প্রতিবেশী উপজেলা পুঠিয়ায় ঢাকাফেরত এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়। তিনি রাজশাহী জেলা তো বটেই, গোটা বিভাগের মধ্যে এখন পর্যন্ত প্রথম করোনা শনাক্ত ব্যক্তি। রোববার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিভিল সার্জন রাজশাহীর এ প্রথম করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ১৩-০৪-২০২০ ইং
Categories:বাংলাদেশ
Tags: