স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা

করোনার কারণে গত মার্চ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।দেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।সরকার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে স্কুল খোলা যায় সে প্রচেষ্টা করতেছে।তাই করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা উপসচিব শামীম আরা নাজনীন আজ মঙ্গলবার স্বাক্ষরিত নির্দেশনা জারি করেন।নির্দেশনায় উল্লেখ করা হয়,করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে খসড়া নির্দেশনা প্রণয়ন করা হয়েছে।এমনকি এই করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার নির্দেশনা স্কুল পর্যায়ে পৌছে দেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় যে নির্দেশনা জারি করেছে তা মেনে বিদ্যালয়ের পাঠদান পরিচালিত হবে। সে জন্য করোনা পরিস্থিতিতে বিদ্যালয় খোলার পূর্বে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।
- « আইনজীবীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদ দেওয়া হোক;দাবি জাতীয় পার্টির হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।
- সুস্থ,সবল ও বুদ্ধিমান প্রজন্ম তৈরিতে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে- চ.সি.ক প্রশাসক সুজন। »