স্টেশন ও ট্রেনে মেনে চলা হচ্ছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ;সরকার হারাচ্ছে রাজস্ব।

সরকার নানা ভাবে জনগনকে করোনা মহামারি থেকে বাঁচার জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বললেও ট্রেনে কর্মরতদের দেখলে মনে হয় তারা করোনা থেকে মুক্ত।অথচ তাদের বুজা উচিত করোনা একটি চুঁয়াছে রোগ । স্টেশনে প্রবেশ মুখে কেউ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রীদের সচেতন করতেছেনা।যে যেভাবে পারে ট্রেনে ভ্রমণ করতেছে।এতে অনেকেই মনে করেন যে করোনা মহামারি আকার ধারন করতে পারে।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বিকাল ৫:১৫ মিনিটে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা ট্রেন চেড়ে যায়।দেখা যায় প্রতিটি সিটে দু জন করে বসে আছে।যাত্রীদের সাথে কথা বলে জানা যায় ওদের কে নাকি ট্রেনে কর্মরত টিটি ও অন্য কর্মচারীরা বসিয়ে দিয়েছে।অনেককে হাতে লেখা টিকেট দিলেও টাকার অংক লেখা হয়েছে অর্ধেক।আবার অনেককে কোন কিছু না দিয়ে বলা হয়েছে গন্তব্য স্থানে পৌচিয়ে দিবে।
ট্রেনে মানুষ আরাম এবং নিরাপদ ভ্রমনের জন্য ভ্রমন করে।কিন্তু করোনার সুযোগকে কাজে লাগিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।তাই সাধারণ যাত্রী মনে করেন কর্তৃপক্ষকে সে বিষয়ে নজর দিয়ে যাত্রী সেবার মান বৃদ্ধি করা।
- « করোনা ভ্যাকসিনের জন্য টাকা বরাদ্ধ আছে,যেই দেশে আগে আবিস্কৃত হবে সেই দেশ থেকেই আনব; প্রধানমন্ত্রী।
- বরিশাল-ঢাকা মহাসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেজর সুরাইয়ার। »