[wpusb]
সৌদি আরবের জেদ্দা বন্দরে ড্রোন হামলা।
Sunday, May 2, 2021

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের জেদ্দা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। শনিবার লোহিত সাগরের জেদ্দা বন্দরকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালায়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টুইটারে জানিয়েছে, সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট একটি এয়ার টার্গেট প্রতিহত ও ধ্বংস করেছে।
হুথি বিদ্রোহীরা এর আগে গত বুধবার হামলা চালিয়েছিল সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে।
Tags:
- « পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতার তৃণমূলের ক্ষমতায় আসার আভাস।
- লকডাউন বাড়লো ১৬ মে পর্যন্ত। »