[wpusb]
সৈয়দ মাহবুব দেওয়ানবাগী আর নেই।
Monday, December 28, 2020

রাজধানী মতিঝিলে অবস্থিতদেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আজ সকাল পৌনে সাতটার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ আরামবাগে নেয়া হয়েছে। মরহুমের পরিবারসূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Categories:বাংলাদেশ
Tags:
- « করোনায় মারা গেলেন বোয়ালখালী জাসদের সভাপতি মঈন উদ্দিন খান বাদলের ছোট ভাই মনির উদ্দিন খান।
- বিভেদ ভুলে নৌকা ও ঘুড়ি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হল মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ পরিবার। »