সেনাসদস্যের গাড়ি দুর্ঘটনা কবলিত
Thursday, April 16, 2020

রাজধানীতে সেনাবাহিনীর একটি লরি উল্টে অন্তত ২০ সেনাসদস্য আহত হয়েছেন। আজ ১৬ এপ্রিল, বৃহস্পতিবার সকালে শেরেবাংলানগর এলাকায় লরিটি দুর্ঘটনায় পড়ে। সাভার ক্যান্টনমেন্ট থেকে ওই লরিটিতে করে সেনাসদস্যরা মুন্সিগঞ্জ যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই লরিটি শেরেবাংলানগর এলাকায় আসলে উল্টো দিক থেকে আসা রিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় লরিটি ডিভাইডারের রেলিং ভেঙে উল্টে যায়। এসময় লরিতে থাকা ২৫ জন সেনাসদস্যের মধ্যে অন্তত ২০ জন আহত হন। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত চার সেনাসদস্যের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
Categories:বাংলাদেশ
Tags:
- « করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা সিএমপি’ ট্রাফিক বিভাগের ৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত
- চিকিৎসকদের পাশে সিএমপি… »