ক্যাম্বেলটাউন লোকাল বিজনেস এডওয়ার্ড(২০২০) এ ভূষিত হলো সেঞ্চুরি ২১ প্রোপার্টি কেয়ার।
Saturday, September 19, 2020

রিয়েল এস্টেট বিজনেস ক্যাটাগরিতে এই সম্মামনা দেয়া হয়।স্থানীয় সময় গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় সিডনির ওয়েস্ট লীগ ক্লাবে এক জমকালো অনুষ্ঠানে Precedent Production এর ব্যবস্থাপনা পরিচালক ও এওয়ার্ড ফাউন্ডার মি Steve Ioe সেঞ্চুরি ২১ প্রোপার্টি কেয়ারের প্রিন্সিপাল এইচ এম তানভীরকে আউট স্ট্যান্ডিং রিয়েল এস্টেট এজেন্সি ২০২০ এওয়ার্ড প্রদান করেন।

প্রতি বছর আঞ্চলিকভাবে গ্রাহক সেবার মান ও পর্যালোচনার ভিত্তিতে এই সম্মামনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক আজিজ হক ও আলম তপন উপস্থিত ছিলেন।

১২৫ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তি বিক্রি করে আমরা গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এই গর্ব অস্ট্রেলিয়া প্রবাসী সব ব্যবসায়ী ও সর্বোপরি প্রবাসী বাংলাদেশীদের।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « মেলবোর্নে লকডাউন প্রতিবাদকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।
- চীন কেন অস্ট্রেলিয়ান উপস্থাপককে আটক করেছে? »