সীতাকুন্ডে পুনরায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের বদিউল।
Tuesday, December 29, 2020

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৭৯০ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদিউল আলম। একইসঙ্গে তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল মনসুর পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট।
জানা গেছে, এই পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৮২০ জন। এছাড়া ওয়ার্ড পর্যায়ে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামীলীগ সমর্থিত সাতজন ও বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
Tags:
- « সিডনিতে ঘরে বসে আতশবাজি দেখার অনুরোধ নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারের।
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে ফেব্রুয়ারিতে জুনে এসএসসি জুলাই আগস্টে এইচএসসি। »