[wpusb]

সিডনি প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য মারা গেছেন।
Tuesday, August 25, 2020

সিডনি প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য গতকাল রাতে আকষ্মিক হার্ট আ্যটাকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
গতকাল রাত সাড়ে আটটার দিকে ইয়াগুনার বাসায় হঠাৎ বমি করতে করতে হার্ট আ্যটাক করেন।তিনি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ২১ বছর।

অমর্ত্যের মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া নেমে আসে। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব অমর্ত্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বাবার কাঁধে পুত্রের লাশ এরচেয়ে ভারি কিছু নাই.
আল্লাহ পাক এই শোক সইবার তৌফিক দান করুক ফজলুল বারী ভাই ও তার পরিবার কে।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ লন্ডন টাওয়ার ব্রিজের যান চলাচল।
- নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মা ও ছেলে খুন। »