সিডনির লাকেম্বায় ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রোগ্রামে এই সপ্তাহে সহায়তা করেছে সোলার ওয়ার্ল্ড।
Wednesday, September 29, 2021

মিজানুর রহমান সুমন
সিডনির লাকেম্বায় গত দুইমাসের বেশি সময় ধরে চলছে ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রোগ্রাম৷ সেখানে গত সপ্তাহে এসেছিলেন সাংসদ ও শ্যাডো মিনিস্টার টনি বার্ক৷ প্রতি সপ্তাহে আলাদা আলাদা সংগঠন ও ব্যক্তি এই কার্যক্রমে স্পন্সর করে আসছে৷ এই ধারাবাহিকতায় এবারের স্পন্সর ছিলো সোলার ওয়ার্ল্ড৷


সোলার ওয়ার্ল্ড এর কর্ণধার এনামুল হক ফুড সহায়তা প্রোগ্রামের উদ্যোক্তাদের একজন৷ উদ্যোগের সাথে আরো আছেন ইউসুফ শামীম, সুলতানা আক্তার, রানা শরীফ প্রমুখ৷

লাকেম্বার ফুড শেয়ারিং কার্যক্রম লকডাউনের শেষ পর্যন্ত চলবে বলে জানা গেছে৷

Tags:
- « বাংলাদেশ জাতীয়তাবাদী পলিসি ফোরামের উদ্যোগে শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত
- জাতীয় পার্টি’র মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর ইন্তেকাল। »