সিডনিতে মিঠুর নুতন মিউজিক ভিডিও ‘দূরে’ আনুষ্ঠানিকভাবে উম্মোচন।
Sunday, November 29, 2020

সিডনির ব্যাঙ্কস টাউনস্থ লেমনগ্রাস থাই রেস্টুরেন্টে সিডনি প্রবাসী কণ্ঠ শিল্পী মিঠু স্বপ্ন’র নুতন একক গান“দূরে”মিউজিক ভিডিওটি আজ ২৯ নভেম্বর (রবিবার) দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে উম্মোচন করা হয়।

সিডনি প্রবাসী কণ্ঠ শিল্পী সহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ কেক কেটে এই মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেন। মিঠু স্বপ্ন’র লেখা ও সুরে ‘দূরে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন ফাহাদ আসমার।

উল্লেখ্য নব্বই দশকের শেষদিকে ফাল্গুন মিউজিকের ব্যানারে মিঠু স্বপ্ন’র একক এ্যালবাম বাজারে আসে। সে সময় আধুনিক গানে তার দুটি গান টপ চার্টে স্থান পায়।
Tags:
- « চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপোর জঙ্গলপাড়া এলাকায় জুটমিলে আগুন,আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে।
- খোরশেদ আলম সুজনের মত বিচক্ষণ ব্যক্তিকে প্রশাসক হিসেবে পাওয়া চট্টগ্রামবাসীর সৌভাগ্য- ব্যারিস্টার নওফেল এমপি। »