সিডনিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক
Saturday, January 2, 2021

নিউ সাউথ ওয়েলস -এর প্রিমিয়ার গ্ল্যাডিজ বেরেজিক্লিয়ান সিডনিতে ইনডোর সেটিংগুলিতে বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং সিডনির নর্থ বিচের দক্ষিনাংশে লকডাউন প্রত্যাহারসহ করোন ভাইরাস সংক্রান্ত কয়েকটি বিধিনিষেধ ঘোষণা করেছেন।

এমন এক সময় এই ঘোষণা এল যখন রাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৪ ঘন্টায় নতুন ৭ টি করোনা সংক্রমনের ঘটনা রেকর্ড করেছে। এরমধ্যে ৫ টিই ওয়েস্টার্ন ও সাউথ ওয়েস্টার্ন সিডনিতে।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার জানান,
“আপনারা [নর্থ বিচের বাসিন্দাদের] লকডাউন পরিস্থিতি মেনে চলতে হবে না,” মিসেস বেরেজিক্লিয়ান বলেন,
“সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী, উত্তর সৈকতের সেই অংশে সংক্রমণ হওয়ার ঝুঁকি কেটে গেছে।”

Tags:
- « যুবলীগ নেতা মাঈনুদ্দীন মোহাম্মদ মাঈনুলের শেরে বাংলা নগর থানার এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক সজীবকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা বিনিময়।
- করোনার কারণে বন্ধ ঘোষণা করা হল মালেয়শিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন »