সিডনিতে ঘরে বসে আতশবাজি দেখার অনুরোধ নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারের।
Tuesday, December 29, 2020

অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউসে প্রতিবছর প্রচুর লোক জড়ো হয়ে নববর্ষের আতশবাজির জন্য কাউন্টডাউন করে। তবে এ বছর করোনা মহামারির কারণে সেখানে নববর্ষের বড় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সীমিত পরিসরে নববর্ষ পালনের উৎসবে এই ঘোষণা নতুন নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রাইমার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান নববর্ষের রাতে সিডনির কেন্দ্রস্থলে অধিকাংশ লোকের প্রবেশ নিষিদ্ধ করেছেন।

এ ছাড়া বাসার বাইরের জমায়েত ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে বেরেজিকলিয়ান বলেন, ‘নববর্ষের উৎসবে অধিক সংক্রমণের ঝুঁকি আছে এমন কোনো অনুষ্ঠান আমরা করতে চাইনা যা পরে পুরো অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে।

বেরেজিকলিয়ান আরো বলেন, বাসা থেকে আতশবাজি দেখাটাই সবচেয়ে নিরাপদ হবে।
সূত্র: রয়টার্স
Tags:
- « সিএমপি’র অতিরিক্ত কমিশনার আমেনা বেগম-এর পদোন্নতিতে স্বাধীন কন্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়।
- সীতাকুন্ডে পুনরায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের বদিউল। »