সিডনিতে কোভিড হিরো সম্মাননা প্রদান।













১৫ নভেম্বর (রবিবার) ব্যাংকস টাউনস্থ হিমালয় এ্যামপোরিয়াম এন্ড ফাংশন সেন্টারে নিউ সাউথ ওয়েলস সরকারের পক্ষ থেকে “কোভিড হিরো এওয়ার্ড” প্রদান করা হয়। এইদিন বাংলাদেশের যারা অস্ট্রেলিয়ায় রয়েছেন,তাদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়৷ মহামারি কোভিড ১৯ এর কারণে চাকরিচ্যুত অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি, শরণার্থী ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ বিদেশি শিক্ষার্থীদের জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশি সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ নিউ সাউথ ওয়েলস সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা এওয়ার্ড প্রদান করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সরকার দলীয় এমপি ও সহকারী স্পিকার মার্ক কুরি এবং ইস্ট হিলস এলাকার সরকার দলীয় এমপি উয়েন্ডি লিন্ডসে।

স্বাধীন কন্ঠ মিডিয়া, ইএসআই গ্লোবাল সহ মোট ১২ টি প্রবাসী বাংলাদেশী সংগঠন ও ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান মানবিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করায় কোভিড-১৯ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুজন সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশী কমুনিটির প্রিয় মুখ সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু৷ অনুষ্ঠানে মার্ক কুরি এমপি বলেন, যারা সত্যিকারের হিরো, আজ আমরা তাদের সম্মানিত করতে পেরে গর্বিত৷ মোহাম্মাদ জামান বলেন, বাংলাদেশের এই মানুষগুলো সম্মান ডিজার্ব করে৷ তাদের আন্তরিকতার তুলনা হয় না৷ ভবিষ্যতে বাংলাদেশের আলোকিত মানুষেরা তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা করেন তিনি৷
- « চলে গেলেন আবৃত্তিকার, কবি সৌমিত্র চট্টোপাধ্যায়।
- অস্ট্রেলিয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন »