সিডনিতে অথেনটিক মেজবানি খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘ মেজবানি রেস্টুরেন্ট ‘

চট্টগ্রামের মেজবানি মাংসের খ্যাতি দুনিয়া জোড়া। দেশ – বিদেশে যেখানেই হোক বাংলাদেশীরা সবসময় মাংসের এই রেসিপিটির স্বাদ পেতে উদ্গ্রীব থাকেন।
এবার বাংলাদেশ থেকে হাজার মাইল দুরে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশী কমিউনিটিসহ সবার জন্য অথেনটিক মেজবানি ফ্লেবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘ মেজবানি রেস্টুরেন্ট ‘। সিডনির মিন্টোতে (2/16 Swettenham Road, Minto) এই রেস্তোরাঁয় অতিথিদের জন্য সাপ্তাহিক ভিত্তিতে তিনটি আলাদা আলাদা বুফে(buffet) মেন্যুর আয়োজন করা হয়েছে। দেশী, শাহী আর মেজবানি এই তিনটি স্টাইলে অতিথিগন ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন।
এই রমজান মাসে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের নিয়ে মেজবানি রেস্টুরেন্টে। প্রবাসে বসেও নিতে পারেন দেশী খাবারের অথেনটিক স্বাদ। বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত নাম্বারে :
0432024573, 0420803257।
- « রোহিঙ্গাদের ব্যাপক জন্মহার রোধে ব্যবস্থা নিবে সরকার।
- অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন »