সিএমপির খুলশী থানার অভিযানঃ মহিলা ছিনতাইকারী চক্রের সক্রিয় ০৩ সদস্য গ্রেফতার।

অদ্য ১৭/১০/২০২০ খ্রীঃ ০৯ঃ৩০ঘটিকায় চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান রেলক্রসিং হতে এ কে খান গামী জাকির হোসেন রোড এর ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন পশ্চিমে রাস্তার উপর তিন চাকা বিশিষ্ট মহেন্দ্র গাড়ি যোগে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী চক্রের সদস্য রুবিনা(৩০), শাহানা বেগম (৩৭), রিপা আক্তার দের ছিনতাইকৃত মালামাল একটি স্বর্ণের চেইন সহ গ্রেফতার করে সিএমপির খুলশী থানা পুলিশ।
গ্রেফতার কৃত ব্যক্তিরা যাত্রী সেজে গাড়ির অপরাপর মহিলা যাত্রী তরু চৌধুরী (৬৫) সাথে বসেন। সেখানে যাত্রা পথে কৌশলে তরু চৌধুরীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে গাড়ি থামা মাত্রই কৌশলে গাড়ি থেকে নেমে সংগীয় অন্যান্য সদস্যদের সহায়তায় পালিয়ে যাওয়ার চেষ্টা কালে গ্রেফতার হয়। পরবর্তীতে উপস্থিত মহিলা পুলিশের সাহায্যে দেহ তল্লাশী করে ছিনতাই চক্রের এক সদস্যের কোমরে গোঁজানো অবস্থায় তাহার নিজ হাতে বের করে দেওয়া তরু চৌধুরীর স্বর্ণের চেইনটি উদ্ধার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
- « চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সামবেশ।
- এইচএসসির ফলাফল মিলবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। »