সিএমপি’র উত্তর বিভাগের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অদ্য ০২/০৪/২০২০ খ্রিঃ দুপুর ১২:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাচঁলাইশ থানাধীন শায়লা কমিউনিটি সেন্টারে উত্তর বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় করোনার প্রাদুর্ভাবে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। এ কার্যক্রমের আওতায় সিএমপি’র উত্তর বিভাগের আয়োজনে চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র ২৫০০ (দুই হাজার পাঁচ শত) পরিবারকে ১০দিনের খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- « ৩৬ হাজার কর্মী ছাটাই করবে ব্রিটিশ এয়ারওয়েজ
- Australian employees entitled to ‘pandemic leave’ as part of sweeping industrial relations changes caused by coronavirus »