[wpusb]
সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল।
Wednesday, October 28, 2020

বুধবার সাকিবের নিষেধাজ্ঞার শেষ দিন। তাই সাকিব ভক্তরা খুব খুশি।এ খুশিতে সবাই আনন্দ উল্লাস করছে।সাকিব ভক্তরা মাগুরায় মিষ্টি বিতরন করেন।
বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন রাস্তায় শত শত মানুষ নাচ গান গেয়ে আনন্দ উল্লাস করে। পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন: এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বুধবার তার নিষেধাজ্ঞার শেষ দিন। তাই সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ উল্লাস করছে। আমি সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে যেন আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও সমৃদ্ধি বয়ে আনতে পারে।
Tags:
- « ওয়েস্টার্ন সিডনির একটি মসজিদে ভাঙচুর।
- অস্ট্রেলিয়ার সিডনিতে সম্মাননা পেয়েছেন বাংলাদেশী চমন রহমান। »