সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার সংলগ্ন একটি ছড়ার পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।স্থানীয়রা জানান, ওই ছড়ার পাশে গোঙানির শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে সেখানে গোলাম সরোয়ারকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। সেখানে তারা কুমিরা হাটের একটি দোকানে নিয়ে বসান গোলাম সরোয়ারকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম শামসুল ইসলাম।
গত ২৯ অক্টোবর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরোয়ার। এঘটনায় সিটিনিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকি কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
এর পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ার খোঁজ পাওয়া না যাওয়ায় দ্রুত উদ্ধারের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সাংবাদিকরা।


গোলাম সরোয়ারকে উদ্ধার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। একইসঙ্গে রাষ্ট্রীয় খরচে সাংবাদিক গোলাম সরোয়ারের সুচিৎসা এবং ঘটনার নেপথ্যের ক্রীড়ানকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়
- « রেমিট্যান্স আহরণে ২০২০ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে অষ্টম: বিশ্বব্যাংক।
- অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। »