সর্ট সার্কিটে আগুন ৯৯৯ এ ফোন দিতে রক্ষা পেল জনসাধারন।
Tuesday, April 28, 2020

লালখানবাজার বাঘগুনা এলাকায় মমতা ক্লিনিক পাশে হিলসাইড আবাসিক এলাকায় কানুনগো মঞ্জিলে ইলেকট্রিক সার্কিট থেকে আগুন লেগে প্রায় দশটা মিটার জ্বলে যায়।তখন কাউকে ফোন করো কোন রিসিভ করেনা।
তরফ গতিতে ৯৯৯ নাম্বারে ফোন করলে সাথে সাথে ফায়ার বিগেট এবং থানার গাড়িসহ কিছুক্ষণ পর ওয়াবদার গাড়ি আসে কিন্তু ট্রিপল নাইনে খবর পাওয়ার সাথে সাথে ওই এলাকার লিখি শিখি বন্ধ হয় বর্তমানে ৯৯৯ পুলিশ প্রশংসা প্রশংসা করা খুবই জরুরী। ঘটনাস্থলে বোয়ালখালী আসনের সংসদ সদস্য জনাব মোসলেম উদ্দিন খান সবাইকে শান্ত করেন এবং ধৈর্য ধারণ করেন এবং তাদের মধ্যে যে ভীত-সন্ত্রস্ত হয়েছিল সেটি নিবারণ করার চেষ্টা করেন।সরকারি নাম্বার ৯৯৯ তে ফোন করে সুবিধা পাওয়ায় তিনি সরকারের এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিনিধিঃ বাবুল বড়ুয়া
Categories:অর্থনীতি
Tags: