সরকারী ভাতার কারণে চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছেন অস্ট্রেলিয়ার কর্মক্ষম জনশক্তি।
Saturday, August 22, 2020

কাজ করে যে পরিমাণ অর্থ পেতেন তার তুলনায় অধিক হারে সরকারী ভাতা পাওয়াতে কাজের প্রতি অনাগ্রহী হয়ে পড়ছেন অস্ট্রেলিয়ার কর্মক্ষম নাগরিকদের একাংশ। এই সংখ্যা মোট কর্মশক্তির প্রায় ৪০শতাংশ। এ থেকে মনে হতে পারে জব মার্কেটে পর্যাপ্ত পরিমাণ চাকরি নেই বা চাকরিপ্রার্থীরা তাদের কাঙ্কিত কাজটি পাচ্ছেন না।

কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। চাকরিদাতাদের অভিযোগ সরকারী ভাতার কারণে তারা পর্যাপ্ত কর্মী পাচ্ছেন না। নির্মাণখাতের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সপ্তাহে ৫৫০ডলার ভাতা পেলে কর্মীরা কাজের চেয়ে সার্ফিং-এ যেতেই বেশি আগ্রহী হবেন।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « পাঁচ মাস বন্ধ থাকার পর খুলছে চট্টগ্রামের বিনোদন স্পটগুলো।
- চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। »